ঢাকা, ০৮ এপ্রিল ২০২০: করোনা-জনিত লকডাউন পরিস্থিতিতে দেশের বিভিন্নস্থানে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)| নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বিশ্বের সকল দেশকে দ্রুত পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের মহাসচিবের সাম্প্রতিক আহবানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এমজেএফ কোভিড -১৯ এর জাতীয় পরিকল্পনার মূল অংশ হিসাবে নারী-শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে।
আজ এক বিবৃতিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন:|”নিজের ঘরে সুরক্ষা ও নিরাপত্তার পরিবর্তে দেশের অনেক স্থানে নারী ও মেয়ে শিশুরা গৃহেই নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে যা সত্যিই উদ্বেগজনক। পরিবার-বেষ্টিত থাকায় নিগৃহীত নারীদের পক্ষে সহিংসতার ঘটনা জানানো বা আইনি পদক্ষেপ গ্রহণ সম্ভব হচ্ছে না।”
নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী শুধু মার্চ মাসেই বগুড়া, জামালপুর ও কক্সবাজার জেলায় ৬৪টি ধর্ষণের ঘটনার উল্লেখ করে এমজেএফ আরো জানায় যে একই সময়ে এই তিনটি জেলাতেই তিন শতাধিক পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটেছে।
এমজেএফ মনে করে বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতার ঘটনায় কোন দায়মুক্তি নেই তা নিশ্চিত করে বাংলাদেশের নারীসমাজের যত্ন নিতে হবে।
সারাদেশে করোনার সময়ে পারিবারিক সহিংসতার ঘটনার বৃদ্ধি প্রতিরোধে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নারীর প্রতি সহিংসতা-প্রতিরোধ কমিটির পরিবীক্ষন, প্রতিবেদন দাখিল এবং আইনি সহায়তা-প্রদান কার্যক্রম দ্রুত জোরদার এবং আইনি প্রক্রিয়া শেষে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতে এমজেএফ সরকারের প্রতি জোরালো আহবান জানিয়েছে।
যোগাযোগ:
শাহানা হুদা রঞ্জনা
সিনিয়র কোঅর্ডিনেটর (মিডিয়া), এমজেএফ
Leave a Reply