সংবাদ বিজ্ঞপ্তি
২১/০৯/২০২৪
পার্বত্য চট্টগ্রামে সহিংসতা ও হতাহতের ঘটনায় এমজেএফ-এর উদ্বেগ
পার্বত্য চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি তাদের উদ্বেগের কথা জানায়।
বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ এর অধিক। গত দুই দিনের সংঘর্ষ-সহিংসতায় বেশ কিছু দোকানপাট, ধর্মীয় উপাসনালয় ও যানবাহন ভাঙচুর এবং আদিবাসী জনগোষ্ঠির ওপর হামলা করা হয়।
সহিংসতা থেকে সকলকে রক্ষা করার আহ্বান জানিয়ে এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এ ধরনের সংঘর্ষ-সহিংসতার ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত। হতাহতের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই পার্বত্য চট্টগ্রামে বসবসকারী আদিবাসী জনগোষ্ঠীসহ সকল নাগরিকের জন্য নিরাপদ পরিবেশ। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই।’
তিনি সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।
Leave a Reply