info@manusher.org

latest stories

MJF expresses shock and outrage at incidents of extreme domestic violence against women | নারীর প্রতি পারিবারিক সহিংসতার ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশনের তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ

Press Statement

19/08/2025

MJF expresses shock and outrage at incidents of extreme domestic violence against women

Dhaka, August 19, 2025 – Manusher Jonno Foundation (MJF) expresses shock and outrage over the recent deaths of two young mothers, Syeda Fahmida Tahsin Keya (25) from Dhaka and Jamey Akter (19) from Gazipur, both allegedly killed by their husbands within a single week. These murders highlight the ongoing and pervasive crisis of domestic violence against women in Bangladesh.

According to Ain o Salish Kendra (ASK), between January and July 2025 alone, 322 women lost their lives to domestic violence, with at least 133 killed by their husbands. In addition, the national emergency helpline 999 recorded over 9,000 calls reporting abuse by husbands during the same period. The Bangladesh Bureau of Statistics Violence Against Women Survey 2024 revealed that 70 percent of women reported facing some form of abuse, and more than half experienced violence at the hands of their husbands.

Shaheen Anam, Executive Director of MJF, emphasized on the lack of justice where perpetrators commit such crimes with impunity. Many cases of domestic violence go unreported, and even in extreme cases, legal action is rarely pursued. She urged authorities to take swift and decisive measures, reviewing all reported cases to ensure that survivors receive justice and that trials are properly conducted.

She also said: “Many women from low income families are left trapped in violent marriages, as their parents fear social stigma and lack the means to bring them home. Without financial security, countless women are forced to suffer abuse in silence rather than risk their children’s survival.”

MJF calls on the government, law enforcement agencies, and society at large to:

  • Ensure strict enforcement of the Domestic Violence (Prevention and Protection) Act
  • Expand shelters, counselling, and livelihood support services for survivors.
  • Address the stigma and social barriers that silence victims.
  • Launch nationwide awareness campaigns to challenge the normalization of domestic violence and promote simple version of the related laws.

The tragic deaths of Keya and Jamey must not fade into silence, they are a wake-up call to end impunity and safeguard the dignity, security, and rights of women in Bangladesh.

 

প্রেস বিজ্ঞপ্তি

১৯/০৮/২০২৫

নারীর প্রতি পারিবারিক সহিংসতার ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশনের তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ

ঢাকা, ১৯ আগস্ট ২০২৫ – সম্প্রতি সংঘটিত দুটি মর্মান্তিক ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। অভিযোগ উঠেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া (২৫) এবং গাজীপুরের জেমি আক্তারকে (১৯) তাঁদের স্বামী নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড বাংলাদেশের নারীর বিরুদ্ধে নির্যাতনের ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সংকটকে আরও প্রকট করেছে, যা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যানুসারে, শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩২২ জন নারী পারিবারিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১৩৩ জন নারী স্বামীর দ্বারা নিহত হন। একই সময়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ স্বামীর নির্যাতনের অভিযোগে ৯,০০০-এর বেশি কল রেকর্ড হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের নারীর প্রতি সহিংসতা জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ নারী কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন, যার অর্ধেকের বেশি স্বামী কর্তৃক সহিংসতার শিকার।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার এমন নৃশংস অপরাধ করার সাহস পাচ্ছে। অসংখ্য ঘটনা প্রকাশ্যে আসে না এবং এমনকি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলেও অভিযোগ দায়েরের অভাবে আইনি প্রক্রিয়ায় ধীরগতি লক্ষ্য করা যায়।

তিনি কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সব মামলা পর্যালোচনা করে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

শাহীন আনাম আরও বলেন, নিম্ন আয়ের অনেক নারী সহিংস দাম্পত্য জীবন থেকে মুক্তি পান না। সামাজিক মর্যাদার ভয়ে এবং আর্থিক অসচ্ছলতার কারণে বাবা-মা তাঁদের মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে পারেন না। আর্থিক নিরাপত্তা না থাকায় সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় অসংখ্য নারী চুপচাপ পারিবারিক নির্যাতন সহ্য করতে বাধ্য হন।

সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের প্রতি এমজেএফ’র আহ্বান:

  • পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে এবং আইনের সহজ ব্যাখ্যা প্রচারের ব্যবস্থা করতে হবে।
  • নারী নির্যাতনের শিকার ভুক্তভোগীদের জন্য আশ্রয়কেন্দ্র, কাউন্সেলিং ও জীবিকা সহায়তা সেবা সম্প্রসারণ করতে হবে।
  • যে সব বাধা ও সামাজিক প্রতিবন্ধকতা সমূহ ভুক্তভোগীদের নীরব করে রাখে তা চিহ্নিত করে দূর করতে হবে।
  • পারিবারিক সহিংসতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার সংস্কৃতি ভাঙতে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালু করতে হবে।

কেয়া ও জেমির মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই নীরবতার আড়ালে চাপা পড়ে যেতে পারে না। এ ঘটনা আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। অবিলম্বে বিচারহীনতার অবসান ঘটাতে হবে এবং নারীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকারের সুরক্ষা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

Get Involved

Photo Gallery

Get involved with MJF