info@manusher.org

latest stories

MJF Condemns Gang Rape of Schoolgirl in Khagrachhari, Demands Immediate Justice | খাগড়াছড়িতে স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকারের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে ন্যায়বিচারের দাবি জানাল এমজেএফ

Press Statement

27/09/2025

MJF Condemns Gang Rape of Schoolgirl in Khagrachhari, Demands Immediate Justice

Dhaka, September 27, 2025 – Manusher Jonno Foundation (MJF) strongly condemns the gang rape of a 12-year-old schoolgirl in Khagrachhari, calling it a horrifying reminder of the persistent violence faced by children and women in Bangladesh.

The victim, an eighth-grade student, went missing on September 23 while returning from private tuition and was later found unconscious in a field. She is currently receiving medical care at Khagrachhari Sadar Hospital.

Shaheen Anam, Executive Director of MJF, expressed deep concern over the incident: “This tragic assault is not an isolated case. It reflects a culture of impunity where women and girls remain vulnerable, and perpetrators act without fear of arrest or punishment. It is unacceptable that children and women cannot feel safe in their own communities.”

MJF urges the government and law enforcement agencies to take immediate, strong, and effective action, including:

  • Immediate arrest and trial of all the guilty.
  • Enforcement of strict punishment through laws against children and women.
  • Expand shelter, counseling, and livelihood support for survivors.
  • Nationwide campaigns of awareness to combat the normalisation of gender-based violence.

MJF stands in solidarity with the victim, her family, and the communities demanding justice. The organization emphasizes that protecting the rights, dignity, and security of women is not negotiable, and society must act collectively to end violence against children and women.

“Every child and woman deserves to live free from fear and harm. Silence and inaction only embolden perpetrators; justice delayed is justice denied,” added Shaheen Anam.

 

প্রেস বিজ্ঞপ্তি

২৭/০৯/২০২৫

খাগড়াছড়িতে স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকারের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে ন্যায়বিচারের দাবি জানাল এমজেএফ

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ – খাগড়াছড়িতে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। মানবাধিকার সংগঠনটি বলেছে, এই ঘটনা বাংলাদেশের শিশু ও নারীদের ওপর চলমান সহিংসতার ভয়াবহ নিদর্শন।

ভুক্তভোগী অষ্টম শ্রেণির শিক্ষার্থী ২৩ সেপ্টেম্বর প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় এবং পরে একটি মাঠে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এমন এক দায়মুক্তির সংস্কৃতির প্রতিফলন যেখানে নারী ও শিশুরা সর্বদা ঝুঁকির মুখে থাকে এবং অপরাধীরা শাস্তির ভয় ছাড়াই অপরাধ করে যায়। শিশু ও নারীরা নিজেদের সমাজেই নিরাপদ নয়, যা একেবারেই অগ্রহণযোগ্য।”

এমজেএফ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে, যার মধ্যে রয়েছে –

–  সকল অপরাধীর অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।

– শিশু ও নারীর বিরুদ্ধে অপরাধ দমনে কঠোর শাস্তি কার্যকর করা।

– ভুক্তভোগীদের জন্য আশ্রয়, কাউন্সেলিং এবং জীবিকাসহায়তা প্রদান।

– জেন্ডারভিত্তিক সহিংসতার স্বাভাবিকীকরণ রোধে জাতীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা ও প্রচার চালানো।

এমজেএফ – ভুক্তভোগী, তাঁর পরিবার এবং ন্যায়বিচার প্রত্যাশী জনগণের পাশে রয়েছে। সংগঠনটি জোর দিয়ে বলেছে, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। সহিংসতা বন্ধে পুরো সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে।

“প্রত্যেক নারী ও শিশু ভয় ও ক্ষতির বাইরে নিরাপদ জীবনযাপনের অধিকার রাখে। নীরবতা ও নিষ্ক্রিয়তা কেবল অপরাধীদের উৎসাহিত করে; বিচার বিলম্বিত হলে তা আসলে সঠিক বিচার না পাওয়া,” যোগ করেন শাহীন আনাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

Get Involved

Photo Gallery

Get involved with MJF