info@manusher.org

latest stories

তথ্য অধিকার ফোরাম তথ্য দিয়ে জনগণকে ক্ষমতায়িত করার আহবান জানিয়েছে

Forum Statement

তথ্য জানার অধিকার দিবস ২০২০

তথ্য অধিকার ফোরাম তথ্য দিয়ে জনগণকে ক্ষমতায়িত করার আহবান জানিয়েছে

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২০: দেশে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন ২০০৯ এর মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি স্তরে সকল স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে দ্ৰুত  পদক্ষেপ গ্রহণ করার জন্য তথ্য অধিকার ফোরাম বাংলাদেশ আজ সরকারের প্রতি আহবান জানিয়েছে।

২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য তথ্য জানার অধিকার দিবস উদযাপণের প্রাক্কালে দেয়া এক বিবৃতিতে তথ্য অধিকার ফোরাম বলেছে করোনাকালে একথাই প্রমাণিত হয়েছে যে তথ্য জানার অধিকার বিষয়টি স্বাস্থ্য, শিক্ষা, বিচার পাওয়ার ক্ষেত্রে ও বৈষম্য হ্রাসে ভূমিকা  রাখতে পারে বা পথকে সহজ ও শক্তিশালী করতে পারে। দিবসটি বিশ্বব্যাপী সার্বজনীন তথ্য প্রবেশাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে ।

করোনাকালে দেখা গেছে সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধুমাত্র সরকার ও জনগণের মধ্যে ঠিকমতো যোগাযোগের অভাবে। সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সঠিক প্রদান, নাগরিকদের ক্ষমতায়িত করার মাধ্যমে এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোকে জবাবদিহিতা প্রতিষ্ঠা করার মাধ্যমে তথ্য অধিকার আইনই পারে বিভিন্নরকম দুর্যোগ দুর্বিপাকে সরকারকে সহায়তা করতে।

ফোরাম খুবই জোরালোভাবে বিশ্বাস করে যে সরকার, সিভিল সোসাইটি গ্রæপগুলো, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং তথ্য অধিকার আইন নিয়ে কর্মরত মানুষদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে যেকোন বিপদের সময় অনেক বেশি জীবন বাঁচানো সম্ভব, বিশ্বাস তৈরি করা এবং আশা জাগানো সম্ভব।

তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করে আরটিআই ফোরাম এই অর্জনকে আরোও কার্যকর করে স্থায়ী রুপ দেয়ার উপরে গুরুত্ব আরোপ করে,বলেছে, এই আইন বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেই সাথে সেবা প্রদানকারী সংস্থার কাজকেও গতিশীল করবে।

তথ্য অধিকার ফোরাম সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যে আরটিআই সার্ভে ২০১৯, বৈশ্বিক সূচক এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৬.১০.২ অনুযায়ী। তথ্য অধিকার বাস্তবায়ন কৌশলপত্রে বর্ণিত লক্ষ্যসমূহকে পুনরায় ঢেলে সাজানো হোক তথ্য অধিকার সংক্রান্ত এসডিজি অংশ বাস্তবায়নের জন্য সরকারকে অবশ্যই যথেষ্ট পরিমাণে বাজেট অনুমোদন দিতে হবে। যা এখন এসডিজি র আর্থিক কৌশলে নেই।

এই আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য তথ্য অধিকার কমিশনকে আরো বেশি করে প্রচারণা চালানোর জন্য অনুরোধ করেছে। সেই সাথে অনুরোধ জানিয়েছে সকল সিভিল সোসাইটি সংস্থা ও বেসরকারি সাহায্য সংস্থা যেন তথ্য অধিকার আইনকে তাদের কাজের মূলধারায় যোগ করেন। একই সাথে বলা হয় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া যেন একে গুরুত্ব দিয়ে প্রচার করে।

তথ্য অধিকার ফোরাম হচ্ছে সেইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মিলিত একটি সংগঠন, যারা তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারের সাথে কাজ করে আসছে।

যোগাযোগ: শাহানা হুদা রঞ্জনা

সিনিয়র কোঅর্ডিনেটর,

মানুষের জন্য ফাউন্ডেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

Get Involved

Photo Gallery

Get involved with MJF